লিফট অপারেটরের চাকরির নিয়ম
প্রিয় পাঠক, আজকের পোস্টে লিফট অপারেটরের চাকরির নিয়ম সম্পর্কে আলোচনা করবো।বাংলাদেশের রপ্তানি আয়ে গার্মেন্টস প্রতিষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বিপুল জনশক্তি এ সকল প্রতিষ্ঠান কাজ করে থাকে। একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে। এক ডিপার্টমেন্ট বা ফ্লোর থেকে অন্য ডিপার্টমেন্টে বা ফ্লোরে মালামাল আনা নেওয়ার জন্য লিফটের ব্যবহার করা হয়। লিফট ব্যবহার করার জন্য লিফট অপারেটর নিয়োগ করা হয়। তাহলে দেরি না করে জেনে নেয়া যাক, লিফট অপারেটর চাকরির নিয়ম সম্পর্কে ।
বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লিফট অপারেটরের চাকরির নিয়ম
সম্পর্কে জানতে চেয়েছেন। আজকের পোস্টে ভোরের আলো আইটির পক্ষ থেকে লিফট অপারেটরের চাকরির নিয়ম সম্পর্কে আলোচনা করবো। বিস্তারিত
জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।
পেজের সূচিপত্রঃ লিফট অপারেটরের চাকরির নিয়ম
লিফট অপারেটরের চাকরির নিয়ম ভূমিকাঃ
আপনি কি লিফট অপারেটরের চাকরি বিষয় ভাবছেন ? অনেক অপারেটর আছে যারা এ নিয়ম
সম্পর্কে জানেনা। অনেক আছে আবার চাকরি করতে চাই কিন্তু সঠিক নিয়ম জানেনা। যারা
অপারেটরের চাকরি করতে ভয় পায়। আজকের পোস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিফট
অপারেটরের চাকরির নিয়ম নিচে আলোচনা করা হলো।
লিফট চালু করার জন্য লিফট অপারেটর ১২টি নিয়ম
- প্রথমে লিফটের পাওয়ার অন করতে হবে।
- কেবিন সম্পন্ন পরিষ্কার আছে কিনা চেক করতে হবে।
- ল্যান্ডিং ডোরে শব্দ হয় কিনা চেক করতে হবে।
- কেবিনে ইমারজেন্সি লাইট জলে কিনা চেক করতে হবে।
- ফটোসেল কাজ করে কিনা চেক করতে হবে।
- ইন্টার -কম কাজ করে কিনা চেক করতে হবে।
- মেশিন রুম পরিস্কার আছে কিনা চেক করতে হবে।
- ডোর ওপেন ক্লোজ বাটন কাজ করে কিনা চেক করতে হবে।
- লিফটের ফ্যান কাজ করে কিনা চেক করতে হবে।
- স্টিল রোপ ঠিক আছে কিনা চেক করতে হবে।
- ওমইন টে চেক করতে হবে।
- মটর ওয়েল লেভেল ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নিতে হবে।
লিফট বন্ধ করার পূর্বে নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
- লিফটের ভিতরে কোন ব্যক্তি আছে কিনা চেক করতে হবে।
- মেইন পাওয়ার অফ করার পূর্বে ইমার্জেন্সি লাইট অফ করতে হবে।
- লিফট গ্রাউন্ড ফ্লোরে আনতে হবে এরপর মেইন পাওয়ার বন্ধ করতে হবে।
সতর্কতাঃ
লিফট আটকে গেলে ইমার্জেন্সী বাটনে চাপ দিতে হবে।
সর্বশেষ কথাঃ লিফট অপারেটরের চাকরির নিয়ম
বন্ধুরা,
নিশ্চয়ই আপনাদের বুঝাতে পেরেছি লিফট অপারেটরের চাকরির নিয়ম সম্পর্কে। যারা লিফট অপারেটর চাকরির বিষয়ে ভাবছেন। তাদের লিফট অপারেটরের নিয়ম সম্পর্কে অবশ্যই জেনে নেওয়া উচিত। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url