পাঁচ কালেমা আরবি - উচ্চারণ ও অর্থ
পাঠক, আপনি কি পাঁচ কালেমা আরবি, উচ্চারণ, অর্থ সম্পর্কে জানতে চান। আমাদের মধ্যে অনেকেই আছে যারা পাঁচ কালেমা পড়তে জানেনা। তাদের জন্য আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। আজকের পোস্টে পাঁচ কালেমা আরবি, উচ্চারণ ও অর্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
যারা পাঁচ কালেমা আরবি, উচ্চারন ও অর্থ সম্পর্কে জানেন না। তারা আজকে আর্টিকেলে ভোরের আলো আইটির পোস্টের পক্ষ থেকে পাঁচ কালেমা আরবি, উচ্চারন ও অর্থ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন।
পেজের সূচিপত্র
পাঁচ কালেমা আরবি, উচ্চারণ ও অর্থ "উপস্থাপনা"
ইসলামের পাঁচ স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামীনের নিকট একমাত্র মনোনীত দিন হল ইসলাম। মুসলমান মুমিন বান্দা হিসেবে আমাদের পাঁচ কালেমা জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু পর্যন্ত জীবন যাপনের জন্য হযরত মুহাম্মদ (সাঃ) অনুসরণ করা হলো ইসলাম।
ইসলামের মূল ভিত্তি পাঁচটি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একজন মুসলিম মুমিন বান্দার সর্বপ্রথম দায়িত্ব হল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। সেগুলো পাঁচ কালের মধ্যে প্রকাশ করা হয়েছে। তাহলে দেরি না করে জেনে নেয়া যাক, পাঁচ কালেমা আরবি হচ্ছে না অর্থ সম্পর্কে।
পাঁচ কালেমা আরবি, উচ্চারণ ও অর্থ
১.কালেমা তাইয়্যেবা
২.কালেমা শাহাদত
৩. কালেমা তাওহীদ
৪.কালেমা তামজীদ
৫. কালেমা রদ্দে কুফর
আরবিঃ
اللهم انی اعوذبک من ان یشرک بک شیئا واستغفرک ما اعلم به ومالا اعلم به تبت عنه وتبرأت من الکفر والشرک والمعاصی کلها واسلمت وامنت واقول ان لا اله الا الله محمد رسول الله صلی الله علیه وسلم
উচ্চারনঃ
আল্লাহুম্মাহ ইন্নী আউযুবিকা মিন্ আন্ উশ্রিকা বিকা শাইআওঁ ওয়া আনা আ’লামু বিহী,ওয়া আস্তাগ্ফিরুকা লিমা আ’লামু বিহী,ওয়ামা লা-আ’লামু বিহী,তুব্তু আন্হু ওয়া তাবাররা’তু মিনাল কুফরি ওয়াশ্ শিরকি ওয়াল মায়াছী কুল্লিহা, ওয়া আসলামতু ওয়া আমান্তু ওয়া আক্বুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহি।
অর্থঃ
হে আল্লাহ আমি দোয়া করি যেন আমি কখনো কাউকে তোমার সমকক্ষ না করি। আমি আমার জ্ঞাত এবং গোপন উভয় পাপের জন্য ক্ষমা চাই এবং আমি ক্ষমা চাই। শিরক ও কুফর সহ সকল পাপ থেকে বেঁচে থাকা। স্বীকার করা যে "আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই।" হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর রাসূলের নাম।
সর্বশেষ কথা
প্রিয় পাঠক নিশ্চয়ই আপনাদের বলতে পেরেছি, পাঁচ কালেমা সম্পর্কে। আশা করি উপকৃত হয়েছেন।মুসলমান মুমিন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমাদের অবশ্যই পাঁচ কালেমা সম্পর্কে জানার দরকার রয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url