কোরবানির পশুর সাথে আকিকা করার একসাথে বিধান - আসসালামু আলাইকুম।
পাঠক বন্ধুরা, আজকের পোস্টে আমি আপনাদের সামনে কোরবানির পশুর সাথে আকিকা করার
একসাথে বিধান এর বিশেষ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকে আছেন
যারা কোরবানির পশুর সাথে আকিকা দিতে চান। কিন্তু কোরবানির পশুর সাথে আকিকা করার
একসাথে বিধান সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত নন। তাই আমি আপনাদের জানার
সুবিধার্থে আজকের পোস্টে কোরবানির পশুর সাথে আকিকা করার একসাথে বিধান সম্পর্কে
বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব।
পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ এই দিনে মহান আল্লাহতালার উদ্দেশে পশু কোরবানি
করে থাকেন হাজারো মুসল্লীগণ। কোন ব্যক্তির যদি অর্থ সচল থাকে এবং কোরবানি দেওয়া
যোগ্য থাকে তাহলে সে ব্যক্তির অবশ্যই কোরবানি দেওয়া উচিত। কেননা মহান আল্লাহতালা
ঐ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব করেছেন। তবে যাদের সামর্থ্য নেই কিন্তু কোরবানি
করে থাকেন তাদের জন্য মহান আল্লাহতালা বিশেষ কিছু সোয়াব রেখেছেন। তাহলে চলুন আর
কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক, কোরবানির পশুর সাথে আকিকা করার একসাথে বিধান
সম্পর্কে।
পেজের সূচিপত্রঃ কোরবানির পশুর সাথে আকিকা করার একসাথে বিধান
কোরবানির পশুর সাথে আকিকা - আকিকা ও কোরবানি একসাথে করার বিধান ভূমিকাঃ
যে ব্যক্তি পশু কোরবানি করতে সক্ষম তাকে অবশ্যই ঈদুল আযহা বা ঈদুল আযহায় একটি পশু কোরবানি করতে হবে। তাই যারা পারে তাদের অবশ্যই পশু কোরবানি দিতে হবে। ইসলামী শরীয়াহ মোতাবেক, সামর্থ্যবান প্রত্যেক মুসলমানকে কোরবানি ঈদে কুরবানী করতে হবে। শিশুর জন্মের পর আকীকা করা হয়। অতএব, যদি তারা সামর্থ্য রাখে, পিতামাতার দায়িত্ব তাদের সন্তানদের জন্য আকীকা প্রদান করা।
অনেক অভিভাবক তাদের সন্তানদের জন্য উদ্বেগের কারণে আক্বীকা দিতে বাধ্য বোধ করেন। কিন্তু তারা কিছু একটা ভাবতে শুরু করে। আকীকার জন্য কুরবানীর পশু ব্যবহার করা যাবে কি? এ বিষয়ে বিভিন্ন আলেমদের মধ্যে মতভেদ থাকা সত্ত্বেও অধিকাংশ শিক্ষাবিদ একমত যে, পশুর সাথে আক্বীকা করার অনুমতি রয়েছে। কুরবানীকৃত পশু দিয়ে আক্বীকা করা জায়েয কিনা তা স্পষ্টভাবে বলা আছে।
কোরবানির পশুর সাথে আকিকা- আকিকা ও কোরবানি করার একসাথে বিধান কি?
বেশ কিছু খোঁজখবর আছে। এটি সত্য যদি কুরবানী এবং আকীকা উভয় সময়ই মিলে যায়, অর্থাৎ, যদি শিশুর আকীকার সময় কুরবানীর সময় পড়ে। তাহলে কুরবানীর পশু আকীকার জন্য যথেষ্ট হবে? এ বিষয়ে ইসলামী অবস্থান কি?
কুরবানীকৃত পশুর পাশে আক্বীকা করা গ্রহণযোগ্য নাকি কুরবানীকৃত পশু থেকে পৃথকভাবে আক্বীকা করা গ্রহণযোগ্য তা নিয়ে আলেমদের মতভেদ রয়েছে। কতিপয় আলেমদের মতে কুরবানীকৃত পশু দিয়ে আক্বীকা করা হারাম। অনেক আলেমদের মতে, আক্বীকার সাথে কুরবানী করা গ্রহণযোগ্য।
এক পক্ষের আলমগয়ন এটি উপস্থাপন করেন যে আকিকা ও কোরবানির দুটি ভিন্ন ধরনের এবাদত
তাই এই দুটিকে একত্র করা উচিত নয়। হাইতামি স্তীহ গ্রন্থ তুহফাতুল মুহতাজ বলেন,
যদি কোন ব্যক্তি কোন পশুকে কোরবানি ও আকিকার উদ্দেশ্য জবাই করে তাহলে তার পশু
কোরবানি বৈধ হবে না।
বিরোধী পক্ষের আলেমদের মতে, জুম্মা ও ঈদের দিন মিলে গেলে উভয়ের জন্য একটি গোসল উভয়ের জন্যই গোসল বলে গণ্য হবে। বিকল্পভাবে, যদি কোরবানীর দিনে তামাতওয়া হজ কারী বা ক্কিরান হজ কারী দ্বারা একটি ভেড়া জবাই করা হয়, তবে তা প্রয়োজনীয় হজ কোরবানির জন্য যথেষ্ট হবে।
কিছু আলেম যুক্তি দেন যে এই উদাহরণে, একই ব্যক্তিকে অবশ্যই আকীকা ও কুরবানী করতে হবে। অন্য কথায়, শিশু যদি আক্বীকা করার ইচ্ছা করে, তাহলে সেই লক্ষ্যের সমর্থনে কুরবানী ও আকীকা করতে হবে। তবে, শিক্ষাবিদদের অন্য একটি গ্রুপের মতে, যতক্ষণ পর্যন্ত একই ব্যক্তি উভয় গণহত্যার জন্য দায়ী না হয়, ততক্ষণ কোনও সমস্যা নেই। আপনি যদি একটি প্রাণী হত্যা করেন, তাহলে আপনি পিতার নামে এবং আকিকা পুত্রের নামে তা করতে পারেন।
বন্ধুরা, কোরবানির পশুর সাথে আকিকা পড়া যাবে কিনা? বা আকিকা ও কোরবানি একসাথে
করার বিধান কি সে সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি, এখন
কোরবানির পশু সাথে আকিকা করা যাবে কিনা বা আকিকা ও কোরবানি একসাথে করা যাবে কিনা
এ সম্পর্কে জানতে পেরেছেন।
আকিকা কখন করা উত্তম এবং আকিকার গোশত কে কে খেতে পারবেন?
বাচ্চার জন্মের পর সেই বাচ্চার জন্য তার বাবা-মার আকিকা করা মুস্তাহাব। আকিকা
করার মাধ্যমে এই কথা আমরা স্বীকার করি যে আল্লাহতালা কাছে আমরা কৃতজ্ঞ। তাহলে আর
কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক, আকিকা কখন করা উত্তম এবং আকিকার গোস্ত কে কে
খেতে পারবেন?
আকিকা না দিলে সন্তান জন্ম লাভের পর দিনেই নাম রাখা ও বাচ্চাকে মিষ্টিমুখ
করানো
হযরত আবু মুসা আশহারি রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, আমার একটি ছেলে জন্ম হলো। আমি
তাকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের সামনে উপস্থিত হলাম। তিনি তার নাম
রাখলেন ইব্রাহিম এবং একটি খুরমা চিবিয়ে তার মুখে দিলেন। অতঃপর তার বরকতের জন্য
দোয়া করলেন। তারপর তাকে আমার নিকট দিয়ে দিলেন। এই ছিল আবু মুসা আশআরী রাঃ এর
সর্বশ্রেষ্ঠ সন্তান।
আকিকা দিয়ে শিশুর বিপদ দূর করা
হযরত সালমান ইবনে আমের দাবি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি হযরত
মুহাম্মদ সাল্লাল্লাহু সালামকে বলতে শুনেছি ছেলের জন্মের সাথে সাথে আকিকা করা
অবশ্যক। অতএব তার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত করো। অর্থাৎ জন্তু জবাইও কর এবং
তার ওপর হতে কষ্ট দূর কর।
হযরত হাবিব ইবনে শহীদ থেকে বর্ণিত, হাসান বাছরী আকিকার হাদিস কারো নিকট থেকে
শুনলেন একথা তার নিকট জিজ্ঞেস করতে আমাকে ইবনে সীড়িন নির্দেশ দিয়েছেন সুতরাং আমি
তাকে তা জিজ্ঞেস করলাম তিনি বললেন, সামুরাহে ইবনে জুন্দব হতে।
ফরা ও আতীরা
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাঃ বলেছেন, ইসলামে
ফরা ও আতীরার কোনই অবকাশ নেই। ফরা হলো উত্নীর প্রথম বাচ্চা যাকে মুশরিকরা তাদের
দেব ও দেবীর নামে বলি দিত আর রজক মাসে তারা যে কোরবানি দিত তাকে বলা হতো
আতীরা।
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, হযরত মোহাম্মদ সাঃ বলেন, ফরা ও আতিরা দুটি
ইসলামী নেই। ফরা হলো ঊটনির সেই প্রথম বাচ্চা যাকে মুশরিকরা তাদের দেবদেবীর
উদ্দেশ্যে বলিদান করত।
তবে কোন ব্যক্তি যদি সন্তানের আকিকা ১৪ তম দিনে বা ২১ তম দিনে করতে না পারে তাহলে
পরবর্তীতে আদায় করে নিতে পারবেন। কিন্তু যদি কখনোই না করে এরপরেও আকিকা না করার
কারণে কোন ব্যক্তির গুনাহ হবে না। তবে যেহেতু হযরত মোহাম্মদ সাঃ আকিকা পালন
করেছেন তাই এটি আমাদের মুসলিম হিসেবে পালন করা কর্তব্য।
আমরা এখন জানি আকিকার গোশত কাদের খাওয়ার অনুমতি আছে। হাদিসটি স্পষ্ট করে যে কেউ কোরবানির গোশত খেতে পারে। "আকীকার গোশত নিজে খাবে, অন্যকে খাওয়াবে এবং কিছু দান-খয়রাত করা হবে," তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট হন (মুসতাদরকে হাকিম : ৭৯৬৬)। এর মানে হল যে সন্তানের বাবা-মা, দাদা-দাদি এবং প্রপিতামহ সহ পরিবারের প্রত্যেককে আকিকা গোশত খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
সুফিয়ান ইবনে হুমায়া বর্ণিত অন্য একটি হাদিসে আকীকার গোশত তার পরিবারের সদস্যরা খেতে পারে এবং উপহার হিসেবেও দিতে পারে। আমি জিজ্ঞেস করলাম এটা সদকা করা উচিত কিনা। তিনি বললেন না, আপনি চাইলে খেতে পারেন এবং উপহার দিতে পারেন (মোশান্নাফ আব্দুর রাজ্জাক 7969)।
সর্বশেষ কথাঃ কোরবানির পশুর সাথে আকিকা - আকিকা ও কোরবানি একসাথে করার
বিধান
প্রিয় পাঠক বন্ধুরা, আজকের পোস্টে কোরবানির পশুর সাথে আকিকা ও আকিকা ও কোরবানি
একসাথে করার বিধান সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে। আশা করি, আজকের পোস্টটি
পড়ে আপনার অনেক উপকৃত হবেন। নিশ্চয়ই কোরবানির পশুর সাথে আকিকা ও আকিকা ও
কোরবানি একসাথে করার বিধান এ সম্পর্কে জানতে পেরেছেন। আজকের পোস্টটি পড়ে যদি
আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের
অসংখ্য ধন্যবাদ। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url