OrdinaryITPostAd

৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম - ১০ টি অলটারের নাম

যারা গার্মেন্টস সেক্টরে কাজ করছেন বা কাজ করতে চান তাদের ৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম ও ১০ টি অলটারের নাম এবং আরও অনেক কিছুর নাম জানতে হবে। আর যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করতে চান এবং ভাইবা দিতে যান। তাদের কাছে প্রশ্ন করা হয় ৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম এবং এ ধরনের অন্যান্য প্রশ্ন।

৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম

তাহলে চলো না দেরি না করে ৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম এবং ১০ টি অলটারের নাম সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে বিস্তারিতভাবে তথ্য গুলো আগে থেকে জেনে নেওয়া যাক। 

পেজের সূচিপত্রঃ ৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম - ১০ টি অলটারের নাম

৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম - Critical defect কি কি

যারা গার্মেন্টস সেক্টরে কাজ করেন তারা প্রায়শই এই প্রশ্নের সম্মুখীন হন কিন্তু ৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম বলতে পারেন না। ডিফেক্ট মূলত তিন প্রকারঃ মেজর ত্রুটি, মাইনর ত্রুটি এবং ক্রিটিকাল ত্রুটি। এই জটিল ত্রুটিগুলি ৫ প্রকারের। একটি জটিল ত্রুটি হল একটি পোশাকের একটি ত্রুটি যা ভোক্তাকে ক্ষতিগ্রস্ত করতে প্রভাবিত করে।

  • Styling Mistake
  • Brand and Care Label Mistake
  • Having something broken
  • Incorrect shipping mark
  • রিকোয়ারমেন্ট এর বাহিরে পোশাক তৈরি করলে সেটাও ক্রিটিকাল ডিফেক্ট।

Minor defect কি কি? 

একটি ছোটখাট ত্রুটি যা পণ্যটিকে অব্যবহার যোগ্য করে না কিন্তু এর ফলে উপযোগিতা বা বাহ্যিক ত্রুটির ক্ষতি হয় তাকে মাইনর ত্রুটি বলে। এক কথায় সহজ ভাষায় বলতে গেলে যা ক্রেতার চোখে সহজেই দেখা যায় না। রেক্টিফাই করলে ঠিক করা যায় তাকে মাইনর ডিফেক্ট বলা হয়। 

  • আলগা সুতো
  • আনকাট থ্রেড
  • অসম রিওয়েজ
  • লব অসমান
  • ইনসেম পয়েন্ট আপ ডাউন
  • তেল চিহ্ন খুব ছোট
এই ছয়টি মাইনর ত্রুটি ছাড়া এ ধরনের সব সমস্যাই ছোটখাটো ত্রুটি।

১০ টি অলটারের নাম 

এখন যারা ১০টি অল্টারের নাম জানতে চান। তারা ৫ টি জটিল ত্রুটির নাম জানেন। আপনি যদি গার্মেন্টসে কোয়ালিটি বা প্রোডাকশন সেকশনের চাকরি করতে চান। তাহলে অবশ্যই আপনাকে এ সকল ডিফেক্ট বা অল্টার সম্পর্কে জানা থাকতে হবে। নিচে আপনাদের সুবিধার্থে ১০ টি অল্টারের নাম দেওয়া হল। 
  • Bartek is missing
  • Well spot on
  • damage
  • Over lock broken
  • Frabic fault
  • Shading parts
  • Needle cut and mark
  • puckering
  • Button Half Stitch
  • Release the tension
এই হল ১০টি অল্টারের নাম। এগুলি ছাড়াও অন্যান্য সমস্ত সমস্যা অল্টারের আওতায় পড়ে। প্র্যাকটিক্যাল না দেখালে হয়তো আপনাকে বোঝাতে সহজ হতো।

লেবেল কাকে বলে?

লেভেল হল একটি কাগজের টুকরো যার সাথে কোম্পানির যাবতীয় তথ্য সংযুক্ত করে পণ্য বা পণ্যের যাবতীয় তথ্য জানার জন্য তাকে লেবেল বলে। এই লেভেলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। 
৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম

এটি কোন কোম্পানির পণ্য এবং সেই কোম্পানির নাম জানতে পারবেন। আর এ কারণেই প্রতিটি পণ্যের প্যাকেজে বা পণ্যের উপরেই লেবেল লাগানো থাকে।

লেবেল কত প্রকার?

পোশাকের অনেক স্তর রয়েছে তবে প্রথম দুটি স্তর হল প্রধান স্তর এবং উপ স্তর। মেইন লেভেল হল এমন একটি পোশাক যার গায়ে বড় অক্ষরে শুধুমাত্র কোম্পানির নিজের নাম লেখা থাকে, তারপর একে মেইন লেভেল বলা হয়।
৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম

আর সাব লেভেল হল যদি পোশাকের সাইজ ও দামের গায়ে কোম্পানির নাম লেখা থাকে। তাহলে তাকে সাব লেভেল বলে। চার ধরনের সাব লেভেল আছে, সেগুলো হল:
  • care label
  • Size label
  • Price label
  • Compose the label

care label

যখন কোন পোশাকে সেই পোশাকের গুণাবলী এবং সেই পোশাকের ব্যবহার সম্পর্কে লেখা হয়, তখন তাকে কয়াল লেবেল বলে।

Size label

পোশাকের গায়ে যে লেভেলে সাইজ লেখা থাকে তাকে সাইজ লেবেল বলে। এই আকারের লেবেলে অনেক ধরনের মাপ রয়েছে যেমন: L, S, XL, XXL, XS, XXS ইত্যাদি।

Price label

যে লেবেলে পোশাকের দাম লেখা থাকে এবং পোশাকের সঙ্গে লাগানো থাকে তাকে দামের লেবেল বলে।

Compose the label

পোশাকের কম্পোস্ট সম্পর্কে পোশাকের সাথে সংযুক্ত লেবেলটিকে পোশাকের কম্পোস্ট স্তর বলা হয়।

গার্মেন্টস প্রসেস নাম

গার্মেন্টসে ডিজাইন থেকে শুরু করে বাজারে বিক্রি পর্যন্ত অনেক প্রক্রিয়া রয়েছে। তাই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য তাদের বিভিন্ন ইউনিটে লোক রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত পোশাক প্রক্রিয়ার নাম জানুনঃ 
  • Sampling Department
  • Marketing Department
  • Store Department
  • Merchandising Department
  • Cutting section
  • Designing Department
  • Swing section
  • Embroidery and Printing Section
  • Washing Department
  • Packing and finishing section
  • IT Department
  • Commercial Department
  • Accounts Department
একটি পোশাক তৈরির জন্য এসব বিভাগে কাজ করতে হয়। আর এগুলো প্রক্রিয়াজাত করে বিভাগের কর্মীরা।

ডিফেক্ট কত প্রকার কি কি?

আমি ইতিমধ্যে উপরের ডিফেক্ট ধরন সম্পর্কে আপনাকে অবহিত করেছি। এরপর যারা ভালো করে বুঝতে পারেননি, তারা আবার এই অংশ থেকে জেনে নিন ডিফেক্টগুলো কী কী? তিন ধরনের ত্রুটি আছে।
  • মাইনর ডিফেক্ট
  • মেজর ডিফেক্ট
  • ক্রিটিকাল ডিফেক্ট

নিডেল কত প্রকার?

সেলাইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সুই। এই সূঁচ দুই ধরনের হয় যথা:
  • hand needle
  • Machine needle
নিডেলের আরও দুটি পয়েন্ট আছে। সুচের দুটি বিন্দু হল:
  • cutting point
  • clothes dot

বাটন কত প্রকার?

যে বাটনটিকে আমরা বোতাম বলে চিনি তাকে ইংরেজিতে Button বলে। এই বাটনগুলি মূলত চার ধরনের হয় যথা:
  • Plastic buttons
  • metal button
  • Nylon button
  • wooden button
এই চার ধরনের বোতাম বিভিন্ন পোশাকে ব্যবহার করা হয়, যা কাপড়ের সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা বাড়ায়।

কোয়ালিটি কত প্রকার?

একটি পোশাকের গুণগত মান যাচাইয়ের জন্য এবং দূর্গত মান তৈরি করার জন্য বিভিন্ন সেক্টরে কোয়ালিটি রয়েছে। কিছু রয়েছে প্রোডাকশন কোয়ালিটি। 
৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম

কিছু রয়েছে ফিনিশিং কোয়ালিটি। এরপর যাচাই-বাছাই করে একটি পোশাক সঠিক মান এবং গুণ নির্ধারণ করা হয় এবং বাজার প্রক্রিয়া করা হয় নিচে কোয়ালিটি কত প্রকার তা দেওয়া হলো। 
  • Design quality
  • Cutting quality
  • Line quality
  • Swing quality
  • Measurement quality
  • Finishing quality
  • Fitness quality
  • Decent quality

জিপার কত প্রকার?

আপনি কি জিপার কয় ধরনের তা জানতে চান। আপনার সুবিধার্থে নিচে জিপার চার প্রকার তা দেওয়া হল। 
  • Plastic zipper
  • Metal zipper
  • Nylon zipper
  • Invisible zipper
এই চার ধরণের জিপারের মধ্যে, দুটি ধরণের জিপার উপায় রয়েছে: একমুখী জিপার এবং দ্বিমুখী জিপার।
ওয়ান ওয়ে জিপার - যে জিপার এক সাইটের মাধ্যমে খোলা বা বন্ধ করা যায় তাকে ওয়ান ওয়ে জিপার বলে।
টু ওয়ে জিপার - একটি জিপার যা উভয় দিক থেকে খোলা বা বন্ধ করা যায় তাকে দ্বিমুখী জিপার বলে।

নেক কত প্রকার?

অনেকে জানতে চায় নেক কত প্রকার। ঘাড় মানে পোশাকের ভাষায় নেক বলা হয়। অর্থাৎ পোশাকে যে ঘাড় তৈরি করা হয় তাকে গলা বলে। নেক 20 প্রকার যথাঃ
  • Cowl Neck
  • Boat Neck
  • Crew Neck
  • V Neck
  • Sweetheart  Neck
  • Victorian Neck
  • Surplice Neck
  • Turtle Neck
  • Scoop Neck
  • Strapless Neck
  • Plunging Neck
  • Square Neck
  • Off Shoulder Neck
  • Notch Collar Neck
  • Peter Pan Collar Neck
  • Keyhole Neck
  • One Shoulder Neck
  • Draped Neck
  • Halter Neck
  • Illusion Neck

মেজারমেন্ট কত প্রকার?

জামাকাপড়ের আকার পেতে পরিমাপের ধরন জানা প্রয়োজন। মেজারমেট দুই ধরনের, ইঞ্চি এবং সেন্টিমিটার।

গামটেপ কত প্রকার?

অনেকেই জানতে চান গাম টেপ কত প্রকার? অনেক ধরণের গাম টেপ রয়েছে এবং সেগুলি যে কোনও পণ্যের প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত হয়। গাম টেপ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য, যে ব্যক্তি গাম টেপ বিক্রি করেন তার সাথে কথা বলুন।

শেষ কথাঃ ৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম - ১০ টি অলটারের নাম

প্রিয় বন্ধুরা, আমি আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি ৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম - ১০ টি অলটারের নাম  জানতে পারবেন। মেজারমেন্ট কত প্রকার, গাম টেপ কত প্রকার, এই সমস্ত বিষয়ে আপনি জেনেছেন।
৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম

আর এসব জেনে তিনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তবুও, আপনি যদি এই সম্পর্কে আরও জানতে চান তবে আমাদের মন্তব্যে জানান। এবং এরকম আরো কিছু জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url